দাবায় ইতিহাস গড়েছিল ভারতীয় দল। অলিম্পিয়াডে প্রথমবারের জন্য সোনা জয় করেন ভারতের পুরুষ এবং মহিলা দল। আর এরপরই মেসি-রোহিতদের মতন সেলিব্রেশনে মাতলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, তানিয়া, বৈশালিরা। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram

২০২২ ফিফা বিশ্বকাপ কিংবা ২০২৪ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি, রোহিতরা ঠিক যেভাবে ট্রফি নিয়ে সেলিব্রেশন করেছিলেন, ঠিক সেভাবেই দাবা অলিম্পিয়াডের উভয় বিভাগে সোনা জেতার পর সেলিব্রেশন করেন ভারতীয় দাবাড়ুরা। একটি ভিডিওতে দেখা যায় পোডিয়ামের উপর দাঁড়িয়ে প্রজ্ঞানন্দ, বৈশালি, অর্জুন, দিব্যা সহ গোটা ভারতীয় দল। এবং পোডিয়ামের নিচ থেকে মেসি ও রোহিতের মতো ট্রফি হাতে সেলিব্রেশন করতে করতে এগিয়ে আসছেন গুকেশ ও তানিয়া। যেই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত স্লোভানিয়াকে ফাইনাল রাউন্ডে হারিয়ে সোনা জয় করে ভারতীয় পুরুষ দল। অন্যদিকে আজারবাইজানকে বড় ব্যবধানে হারিয়ে সোনা জয় করেন ভারতীয় মহিলা দল।
আরও পড়ুন- আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচের নামছে মোহনবাগান, প্রতিপক্ষ নর্থইস্ট










































































































































