সোমবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আজ, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বেশি থাকবে। সোমবার থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা।
দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের আশে-পাশে থাকবে। মূলত পরিষ্কার আকাশ। রোদ-ঝলমলে পরিবেশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে।
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।কলকাতায় পরিষ্কার আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেশি। রবিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। সেই সম্ভাবনা সোমবার থেকে একটু বেশি।