ইন্টার মায়ামি কি ছাড়তে চলেছেন লিও? জল্পনা তুঙ্গে

0
2

ইন্টার মায়ামি কি ছাড়তে চলেছেন লিওনেল মেসি? জোর জল্পনা , মায়ামি ছেড়ে নিজের পুরনো ক্লাবে ফিরতে চলেছেন লিও। সূত্রের খবর, নিজের চুক্তি আর বাড়াতে চাইছেন না আর্জেন্তাইন সুপারস্টার।

এই নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এল ন্যাসিওনালের রিপোর্টে বলা হয়েছে, , ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিজের চুক্তি শেষ হওয়ার পর মেসি আর মায়ামিতে থাকতে চান না। ইন্টার মায়ামি চলতি মরশুমের শুরু থেকে চুক্তি বাড়ানোর বিষয়ে বারবার আবেদন করলেও মেসি তাতে কর্ণপাত করেননি। আর এর ফলে সম্ভাবনা বেড়েছে, মেসির মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ার। শুধু টিকি নয়, এই রিপোর্টে এও জানানো হয়েছে, নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে ফিরতে চাইছেন মেসি। যেখানে তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল অবধি খেলেছেন। শোনা যাচ্ছে, আগামী ২০২৬ সালের জানুয়ারিতে তিনি আর্জেন্তিনার এই ক্লাবে সই করতে চান। এর আগে একাধিক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, কখনও সুযোগ পেলে তিনি নিউওয়েল ওল্ড বয়েজে ফিরতে চান।

এই নিয়ে ২০১৬ সালে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, “যদি আমাকে একদিন পরেই আর্জেন্তিনায় যেতে হয়, আমি রাজি। নিউওয়েলের হয়ে এখনও খেলতে চাই। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার সন্তানদের ভবিষ্যৎ। ওরা যাতে শান্তিতে থাকতে পারে সেটাই আমি চাই।“

আরও পড়ুন- দাবায় ইতিহাস গড়ে মেসি-রোহিতদের মতন সেলিব্রেশন প্রজ্ঞানন্দ-তানিয়াদের, ভাইরাল ভিডিও