এবার অস্কারের দৌড়ে ভারতের হয়ে স্বপ্নের উড়ান ‘লাপাতা লেডিস’-এর (Lapata Ladies)। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ও ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’-সহ জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালায়লাম ছবি ‘অ্যাটাম’ এই অস্কারের প্রতিদ্বন্দ্বিতায় ছিল। ২৯ টি ছবিকে ছাপিয়ে সেরার সেরা হিসাবে বিদেশের অ্যাওয়ার্ড মঞ্চে জায়গা করে নিল কিরণ রাও (Kiran Rao) পরিচালিত ‘লাপাতা লেডিস’।২০২৩-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান প্রযোজিত সিনেমা ‘লাপাতা লেডিস’। ছবিতে দেখা গেয়েছিল একগুচ্ছ নতুন মুখ। তাঁদের মধ্যে রয়েছেন নীতাংশি গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব, ও প্রতিভা রত্না। এছাড়া বিশেষ চরিত্রে নজর কেড়েছিলেন ভোজপুরী অভিনেতা রবি কিষাণ ও ছায়া কদম। ট্রেলার প্রকাশ্যে আসার পর বাঙালিদের মনে পড়েছিল রবি ঠাকুরের নৌকাডুবির কথা। তবে ঘোমটার আড়ালে থাকা বউ বদলে যাওয়া ছাড়া, কিরণের ছবির সঙ্গে নৌকাডুবির কোনও মিল নেই। পর্দায় ফুল-দীপকের মিষ্টি প্রেমের ৫ কোটি টাকার ছবিটি আয় করে আনুমানিক ২৫ কোটি টাকা। প্রথমে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। সেইসময় দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পেতেই গ্রামের বধূর সাধারণ গল্প অসাধারণ হয়ে ওঠে দর্শকদের কাছে। এখন দেখার সেই গল্পে কতটা মজে অস্কার মঞ্চ।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে কিরণ জানিয়ে ছিলেন, বহুদিনের স্বপ্ন তাঁর ছবি যেন ভারতকে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি এনে দিতে পারে ৷ এদিকে সোমবার দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া সিলেকশন কমিটির তরফে ‘লাপাতা লেডিস’ (Lapata Ladies) ছবির নাম ঘোষণা করা হয়েছে। এখন দেখার পরিচালকের (Director) সেই স্বপ্ন পূরণের সঙ্গে ভারতের মুখ উজ্জ্বল করার দৌড়ে কতটা উড়ান নেয় ‘লাপাতা লেডিস’।
আরও খবর: সুপ্রিম কোর্টে গরু পাচার মামলা: জামিন এনামুল হকের
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.