প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)গত মাসে ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন। মোদির ওই ঐতিহাসিক সফর ও তার শান্তির বার্তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Byden)। ভারত কিছু বললে এখন সারা বিশ্ব সে কথা শোনে। প্রবাসীরাই দেশের শ্রেষ্ঠ রাষ্ট্রদূত। নিউ ইয়র্কের(Newyark ) অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান প্রসঙ্গে এর পর মোদি বলেন, গত কয়েক বছরে বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব বেড়েছে। এখন ভারত কিছু বললে সারা বিশ্ব তা শোনে। কিছু দিন আগে আমি যখন বলেছিলাম, এটা যুদ্ধের সময় নয়, সকলে সে কথার গুরুত্ব বুঝেছিল। বিশ্বের কোনও প্রান্তে যখনই কোনও সঙ্কট দেখা দেয়, প্রথম সাড়া দেয় ভারত।
মোদি তিন দিনের সফরে আমেরিকা(America )গিয়েছেন। বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের বাড়িতে তাদের দ্বিপক্ষিক বৈঠক হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের নানা বিষয় উঠে আসে। রবিবার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে মোদি যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠান থেকেই আগামী দিনে ভারতের অবস্থান, পরিকল্পনা সম্বন্ধে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মোদি।
তিনি বলেন, আজ ভারতের ৫জি বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। এই অর্জন দুই বছরের মধ্যে এসেছে। এখন ৬জি পরিষেবা নিয়ে কাজ করছি আমরা। তিনি আরও বলেন, আজ বিশ্বের প্রায় প্রতিটি বড় ব্র্যান্ডের মোবাইল ভারতে তৈরি হয়। ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা। এখন ভারত কাউকে অনুসরণ করে না। ভারত বিশ্বকে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারেরও (DPI) ধারণা দিয়েছে।