Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) আইএসএল-এর দ্বিতীয় ম্যাচেও হার ইস্টবেঙ্গল এফসির। কেরালা ব্লাস্টার্সে  বিরুদ্ধে এগিয়ে থেকেও ২-১ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। দুই ম্যাচ খেলে ০ পয়েন্ট।

২) দাবায় ইতিহাস গড়ল ভারতীয় দল। অলিম্পিয়াডে প্রথমবারের জন্য সোনা জিতল রমেশবাবু প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন , বিদিত গুজরাতি এবং পেন্টালা হরিকৃষ্ণরা। ইতিহাস গড়েছেন ভারতের মহিলা দলও। সোনা জিতেছেন তারা।

৩) বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় ভারতের। নাজমুল হোসেন শান্তদের ২৮০ রানে হারাল রোহিত শর্মার দল। ব্যাটের পর বল হাতেও দাপট অশ্বিনের। প্রথম ইনিংসে ব্যাট হাতে শতরানের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে দাপট রবিচন্দ্রন অশ্বিনের।

৪) সামনেই বসতে চলেছে ২০২৫ আইপিএল-এর বড় নিলাম। নিলামের আগে কোন ক্রিকেটারদের রেখে দেওয়া হবে, তার তালিকা চূড়ান্ত করে ফেলেছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। আর সেখানে নাম নেই সিএসকের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

৫) বাংলাদেশের বিরিদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। বাংলাদেশকে হারায় ২৮০ রানে। আর এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও উঠল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষেই রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ