সময়ের মধ্যেই উচ্চ প্রাথমিকের প্যানেল (Panel) প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইনের (Deadline) মধ্যেই এই দিন ঘোষণা করা হয়। কিন্তু রাজ্যে অশান্তি ছড়াতে বিরোধীদের উস্কানিতে সোমবার কর্মব্যস্ত দিনে সল্টলেক করুণাময়ী চত্বরে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান।
২০১৬ সালের উচ্চ প্রাথমিকের প্যানেল ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই মতোই ২৫ সেপ্টেম্বর প্যানেল প্রকাশিত হবে বলে জানিয়েছে রাজ্য। এর ফলে ১৪ হাজার ৫২ জন চাকরি পাবেন। এদিন সোমবারই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা SSC ভবন অভিযান করেন। তাঁদের দাবি, ২০১৬ সালের আপার প্রাইমারির ১৪ হাজার ৫২ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। লক্ষ্মীপুজো ও কালীপুজোর মাঝে সম্পূর্ণ করতে হবে দ্বিতীয় ও তৃতীয় কাউন্সেলিং। পরিস্থিতি সামাল দিতে স্কুল সার্ভিস কমিশনের অফিসের কিছুটা আগেই বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেধে যায় চাকরিপ্রার্থীদের।
আরও খবর: নিজেদের মূর্তি না বানিয়ে ফ্লাড কন্ট্রোলের টাকা দিলে কাজ হত: বর্ধমান-বাঁকুড়ায় কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
২৮ অগাস্ট কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। তবে নির্দিষ্ট দিন অতিক্রান্ত হওয়ার আগেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তীব্র যানজট সৃষ্টি হয় সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আর এদিনই হাই কোর্টের নির্দেশ মেনে ডেড লাইন অনুসারে ২৫ সেপ্টেম্বর প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)।













Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































