পুজোর আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দেওয়া ‘উৎসবের উপহার’ পৌঁছল ডায়মন্ড হারবারবাসীর ঘরে ঘরে। অভিষেকের উপহারের ডালি স্থানীয় নেতাকর্মীরাই দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। পুজো সকলের এই কথা ভেবেই উৎসবের উপহারের উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। ‘উৎসবের উপহার’ (Utsober Upohar) পেয়ে খুশি আমজনতা।
গত বছর পর্যন্ত পুজোর আগে ‘অভিষেকের উপহার’ কর্মসূচি অনুষ্ঠিত হত ডায়মন্ডহারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রে। সেখানে সাংসদ নিজে উপস্থিত থেকে পুজোর উপহার মানুষের হাতে তুলে দিতেন। এবছর উপহার দেওয়ার এই পদ্ধতিতে বদল আনা হয়েছে। অভিষেকের নির্দেশে, দলের স্থানীয় নেতারা ডায়মন্ডহারবার এলাকার আমজনতার বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিয়ে আসছেন।
রবিবার থেকে ঘরে ঘরে উপহার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন ডায়মন্ডহারবার লোকসভা এলাকার অধীন তৃণমূল কংগ্রেস (TMC) নেতারা। ২ অক্টোবর মহালয়ার আগেই সাধারণ মানুষের কাছে উপহার পৌঁছে দিতে চান দলীয় নেতারা।
সিদ্ধান্ত হয়েছে, সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) দফতর থেকে বিধানসভাভিত্তিক উপহার পৌঁছে যাবে প্রত্যেক বুথে বুথে। এরপর বুথের দায়িত্বে থাকা নেতারা নিজেদের সুবিধা মতো যত দ্রুত সম্ভব সেই উপহার পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে।