ফের মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা! চিনা মাঞ্জার সুতোয় রক্তাক্ত পুলিশ অফিসার

0
2

ফের মা ফ্লাইওভারে মর্মান্তিক দুর্ঘটনা! ঘুড়ির মাঞ্জার সুতোয় জড়িয়ে দুর্ঘটনার পড়লেন এক পুলিশ অফিসার।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে চেপে যাচ্ছিলেন তিনি। আচমকা বাইকের সঙ্গে জড়িয়ে যায় সুতো।তিনি গুরুতর আহত হন সুতোর মাঞ্জায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত পুলিশ অফিসারের নাম শাহনয়াজ আলি। বিধাননগর থানার পুলিশকর্মী তিনি।

উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। পুজোর আবহে এমন দুর্ঘটনার নজির এই প্রথম নয়। বিশ্বকর্মা পুজো গিয়েছে মাত্র পাঁচ দিন আগে। উৎসবের আমেজে ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতোই ডেকে আনল বিপদ।মাঞ্জা সুতোয় কাচের টুকরো থাকায় ক্ষত-বিক্ষত হল পুলিশ অফিসারের কপাল। বাইকে থাকার কারণেও দুর্ঘটনার শিকার হন তিনি।অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি।