নারীদের যে বিকাশ, উত্থান, অধিকার প্রতিষ্ঠা, সবমিলিয়ে পুজোর এই তিনটি গানে তারই প্রতিফলন।নিজের লেখা, সুর করা পুজোর গানের ভিডিও প্রকাশ অনুষ্ঠানে এমনই জানালেন সাংবাদিক কুণাল ঘোষ। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, বিচ্ছিন্ন ঘটনাগুলির প্রতিবাদ হবে এবং সামগ্রিকতা দিয়ে মহিলাদের যে ক্ষমতায়ন, মহিলাদের সমস্ত বিষয়ে এগিয়ে আসার আরও সুযোগ করে দেওয়া, এমনকী তারা যে বিভিন্ন পেশায় কাজ করেন সেগুলোকে সামনে নিয়ে আসা, সেগুলোই এই গানের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে।
কিছু বিচ্ছিন্ন ঘটনার তো প্রতিবাদ হবেই। আবার নানান সরকারি প্রকল্পে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার কত মহিলার উপকার হয়েছে। সব মিলিয়ে মহিলাদের যে বিকাশ, মহিলারা যে সবদিক থেকে এগিয়ে, সব ক্ষেত্রে মহিলারা আছেন, মহিলা শক্তির জয়গান এই গান। এদি তিনি বলেন, আরজি কর ধর্ষণ-খুনকাণ্ডে প্রত্যেকটি দোষই চরম শাস্তি পাক এটা প্রথম দিন থেকেই আমরা চাইছি। কিন্তু যাদের জমানায় এই ঘটনা একের পর এক ঘটেছে সেই সিপিএম বিজেপি অরাজকতা সৃষ্টির জন্য যে পথ বেছে নিয়েছে সেটা মানা যায় না।