বাংলাদেশের বিরুদ্ধে বড় জয় পায় ভারতীয় দল। ২৮০ রানে বাংলাদেশকে হারায় রোহিত শর্মার দল। সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে দুরন্ত শতরানের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েছেন ৬ উইকেট। এর সুবাদে হয়েছেন ম্যাচের সেরা। দলের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত অশ্বিন। জানালেন, এই ম্যাচের ইনিংসটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
ম্যাচ শেষে অশ্বিন বলেন, “ কঠিন সময় দলের জন্য কিছু করে দেখানোর একটা সুযোগ পেয়েছিলাম। এমন পরিস্থিতি থেকে সতীর্থেরা অনেকে অতীতে দলকে টেনে তুলেছে। আমিও এবার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি। তাই এই ম্যাচের ইনিংসটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তবে আমি কিন্তু আগে বোলার। বল করাই আমার মূল কাজ। নিজেকে প্রথমে বোলার ভাবি। ব্যাটিংকেও যতটা সম্ভব ভাবার চেষ্টা করি। এখন ব্যাটিং এবং বোলিংকে আলাদা ভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি।” এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “ চেন্নাইয়ে খেলা সব সময় আমার কাছে অন্য রকমের অনুভূতি। এই মাঠের গ্যালারিতে প্রচুর টেস্ট দেখেছি। আন্তর্জাতিক ক্রিকেট দেখেছি। সেই গ্যালারির সামনে ভাল পারফর্ম করতে পারলে ভালই লাগে।”
আরও পড়ুন- টেস্ট ক্রিকেটে ফিরে এসেই শতরান, নিজের প্রত্যাবর্তন নিয়ে কী বললেন পন্থ?