তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু বিতর্কে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতেও জগন্মোহন লিখেছেন, তিরুপতির প্রসাদী লাড্ডু নিয়ে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য মোদিকে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে শুধু প্রধানমন্ত্রীই নন, দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও চিঠি লিখেছেন তিনি।
তিরুপতি মন্দিরের পবিত্র প্রসাদী লাড্ডুতে শুয়োর এবং গরুর চর্বি মিশ্রণের খবরে তোলপাড় দেশ। এই ঘটনার পিছনে ওয়াইএসআর কংগ্রেসকেই নিশানা করছেন বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই অবস্থায় চন্দ্রবাবুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মোদিকে চিঠি পাঠালেন ইন্ডিয়া শিবিরের ওয়াইএস জগন্মোহন রেড্ডি। ওই চিঠিতে তিনি লিখেছেন,”চন্দ্রবাবু সর্বক্ষণ মিথ্যা বলেন। মিথ্যা বলা তার অভ্যাস। এখন তিনি এতটাই নীচে নেমে গিয়েছেন যে নিজের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য কোটি কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। এমন নির্লজ্জ ভাবে মিথ্যা কথা ছড়ানোর জন্য চন্দ্রবাবুর বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত এবং সত্যিটা প্রকাশ্যে আনা উচিত।
অন্যদিকে মোদির জোটনির্ভর সরকারের গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু। এ বছরের লোকসভা ভোটের পর চন্দ্রবাবুতে অনেকটাই নির্ভরশীল এনডিএ জোট। আর সেই জোটসঙ্গী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই ঘটনার পিছনে ওয়াইএসআর কংগ্রেসকেই নিশানা করেছেন। তাঁর দাবি, ওয়াইএসআর কংগ্রেস মানুষের ভাবাবেগকে আঘাত করেছে।