ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েক দিন বাকি। দুর্গা পুজোর তোড়জোড় চলছে জোর কদমে। প্যান্ডেল হপিংয়ের (Pandal hopping) পরিকল্পনাও নিশ্চয়ই করছেন? তবে ট্রামে চড়ে পুজো পরিক্রমার ইচ্ছা থাকলে বদল করুন সেই পরিকল্পনা। পুজো পরিক্রমা থেকেও বাদ পড়েছে কলকাতার নস্টালজিয়া ট্রাম (tram)। এমনিতেই শহরের বেশিরভাগ রুটে বন্ধ ট্রাম। এই পরিস্থিতিতে দেবীপক্ষের শুরুতে যানজটের যন্ত্রণা থেকে শহরকে কিছুটা রেহাই দিতে নিয়ন্ত্রণ হতে চলেছে ট্রাম চলাচল।
ট্রাম পরিবেশ-বান্ধব হলেও ধীরগতির যান৷ তাই যানজটের আশঙ্কায় পুজোর সময় বেশ কয়েকবছর ট্রাম বন্ধ রাখা হয়েছিল। তবে গতবছর ফের ট্রামে চড়ে ঠাকুর দেখেছেন দর্শনার্থীরা। কিন্তু দেবীপক্ষের শুরুতেই মহানগরে পুজোর বাজার করতে মানুষের ঢল নামে। এমনিতেই রাস্তা অপ্রতুল৷ তার উপর বড় রাস্তার সঙ্গে সংযোগ রক্ষা করা বহু ছোট রাস্তায় প্যান্ডেলের জেরে চলাফেরাই দায় হয়ে দাঁড়ায়। ফলে দুর্ঘটনা কমাতে এবং গাড়ি চলাচলে গতি বাড়াতে পুজার সময় অধিকাংশ রুটেই ট্রাম বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে পরিবহণ দপ্তর (transport department)।
আগামী সপ্তাহে শহরে ট্রাম চলাচল সংক্রান্ত মামলায় ফের শুনানি রয়েছে হাই কোর্টে (Calcutta High Court)। এদিকে পরিবহণ দপ্তর চাইছে, এসপ্ল্যানেড-খিদিপুর রুটকে রেখে বাকি রুটগুলোকে পুজোর সময় বন্ধ করে দিতে। যদিও শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চায় আদালত। তাতেই এই কথা জানানো হয়েছে পরিবহণ দপ্তরের তরফে। গতির সঙ্গে পাল্লা না দিতে পেরে এবার দেবীদর্শনেও ব্রাত্য হয়ে যাচ্ছে ট্রাম।