বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি ভারতের

0
3

বাংলাদেশের বিরিদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। বাংলাদেশকে হারায় ২৮০ রানে। আর এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও উঠল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষেই রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিন বাংলাদেশকে হারানোর ফলে, রোহিতদের পয়েন্ট ৮৬। তাদের পয়েন্টের শতাংশ ৭১.৬৭। এই পয়েন্টের শতাংশের উপরেই নির্ভর করে কোন দুই দেশ ফাইনাল খেলবে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের পয়েন্ট ৯০। তাঁদের পয়েন্টের শতাংশ ৬২.৫০। তিন নম্বরে নিউজিল্যান্ড। ছ’টি টেস্টের মধ্যে তারা তিনটি জিতেছে ও তিনটি হেরেছে। তাদের পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ৫০.০০।

ভারতের কাছে হারের পরে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। সাতটি টেস্টের মধ্যে তারা তিনটি জিতেছে ও চারটি হেরেছে। তাদের পয়েন্ট ৩৩। পয়েন্টের শতাংশ ৩৯.২৯। আট নম্বরে রয়েছে পাকিস্তান। সাতটি টেস্টের মধ্যে তারা দু’টি জিতেছে ও পাঁচটি হেরেছে। তাদের পয়েন্ট ১৬। পাকিস্তানের পয়েন্টের শতাংশ ১৯.০৫।

আরও পড়ুন- সামনেই মেগা নিলাম, চেন্নাইয়ের চূড়ান্ত চারজনের তালিকায় নেই ‘ক্যাপ্টেন কুল’, তবে কী আইপিএল-এ নেই মাহি?