আমার তোমার হাতে, আমারা সবাই দিদি-র সাথে- এই স্লোগানকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর মানববন্ধনের ডাক হয়েছে। ২-৩টে থেকে কলকাতা-সহ রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলায় মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যের মহিলাদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মধ্যে কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে জনপ্রিয়। বাংলার মহিলারা হাত উপুড় করে আর্শীবাদ করেন মমতাকে। কিন্তু সম্প্রতি আর জি করের ঘটনার প্রেক্ষিতে বিরোধীরা রাজ্যের মহিলাদের নিরাপত্তা-সুরক্ষা নিয়ে নিশানা করে সরকারকে। এবার সেই প্রকল্পগুলির প্রচারে মানববন্ধনের ডাক দিল মহিলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মিছিলও হবে রাজপথে।
৩০ তারিখ রাজ্যের ৪২টি সাংসদীয় এলাকায় পাঁচ কিলোমিটার করে রাস্তা মানববন্ধন করা হবে। ওই দিন কলকাতা ভিক্টোরিয়া হাউজ থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত মিছিল করবেন চন্দ্রিমা ভট্টাচার্যরা (Chandrima Bhattacharya)।
নারীকল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা-ভাবনা ও উদ্যোগের প্রতি ‘কৃতজ্ঞতা’ জানিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্য জুড়ে মেগা কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। ওই দিন বিকেল ৪টা থেকে কলকাতা-সহ রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলায় মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তৃণমূল মহিলা কংগ্রেস। সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কন্যাশ্রী-রূপশ্রী-সহ বাংলায় নারীকল্যাণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক উদ্যোগ নিয়েছেন তা বিশ্বমঞ্চে বন্দিত হয়েছে একাধিকবার। তাঁরই এই উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে এই কর্মসূচি। মন্ত্রীর সংযোজন— ২৮ সেপ্টেম্বর কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মানববন্ধন হবে। ওই একই সময়ে রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলাতেও এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সব মিলিয়ে মোট ১৭৫ কিলো মিটারের মানববন্ধন হবে ওই দিন। চন্দ্রিমার কথায়, এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘কৃতজ্ঞতা’। আর স্লোগান দেওয়া হয়েছে ‘আমার হাত, তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে’। তাঁর সংযোজন এখন পুজোর আগে মানুষজন কেনাকাটা করতে বেরোন। এছাড়াও নিত্যদিনের ভিড় তো আছেই। কারও অসুবিধা না করে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে রাজ্য জুড়ে।










 
 
 
 

Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































