তিরুপতি মন্দিরের (Tirupati Temple) প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল মেশানোর অভিযোগে তোলপাড় দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ-সহ গোটা দেশ। এই বিতর্ক নিয়ে এবার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। তাঁর অভিযোগের ভিত্তিতেই লাড্ডু বির্তকে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (J P Nadda) বলেন, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তাঁর কাছ বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।বৃহস্পতিবার টিডিপির মুখপাত্র এভি রেড্ডি গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের (National Dairy Development Board) পরীক্ষাগারের বিস্তারিত রিপোর্ট সামনে এনেছে। সেই পরীক্ষায়, প্রসাদের পাঠানো নমুনাতে গরু-শুয়োরের চর্বি এবং মাছের তেল পাওয়া গিয়েছে। আর এই বিস্ফোরক রিপোর্ট সামনে আসতেই মন্দির (Tirupati Temple) কর্তৃপক্ষ একটি চার সদস্যের প্যানেল গঠন করেছে। এই কমিটি আগামী এক সপ্তাহ ঘিয়ের কোয়ালিটি চেক করে রির্পোট দেবে।
ইতিমধ্যে এই লাড্ডু বিতর্ক (Tirupati Laddu Controversy) গড়িয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুক্রবার এই ইস্যুতে এক আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের ভাবাবেগেকে আহত করা হয়েছে। অগণিত ভক্ত যাঁরা এই প্রসাদকে পবিত্র আশীর্বাদ হিসাবে মনে করেন, তাঁদের মানসিক ভাবে আঘাত করা হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.