মৎসজীবীদের জালে উঠল দেহ। বৃহস্পতিবার, ঘটনায় বসিরহাটের বিদ্যাধরী খালে সংলগ্ন আতঙ্ক ছড়ায় মৎস্যজীবীদে মধ্যে। অভিযোগ, সাইকেল রাখা নিয়ে গ্যারেজ মালিকের সঙ্গে ঝামেলায় ১০০ টাকার জন্য খুন হতে হয় বসিরহাটে মাটিয়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মুন্ডা নামে ওই যুবকের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বিশ্বকর্মার পুজোর দিন। বিশ্বজিৎ-সহ তাঁর দুই বন্ধু শিয়ালদহ-হাসনাবাদ(SEALDAHA HASNABAD) ডাউন লোকালে মালতীপুরে যান। সেখানে স্টেশন সংলগ্ন গ্যারেজে তাঁদের সাইকেল রাখা ছিল। রাতে সেই গ্যারেজ থেকে নিজেদের সাইকেল নেওয়ার সময় ১০০ টাকা দাবি করেন সেই সাইকেল গ্যারেজের মালিক। আর টাকা নিয়েই শুরু হয় বচসা। যা হাতাহাতিতে গড়ায়। তাঁর দুই বন্ধু কোনমতে পালিয়ে গেলেও বেধড়ক মারধর করা হয় বিশ্বজিৎকে। অভিযোগ, নিস্তেজ হয়ে গেলে বিশ্বজিৎকে খালে ফেলে দেন অভিযুক্তরা।
সারারাত ছেলে বাড়ি না ফেরায় থানায় নিখোঁজের ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। এরপর বৃহস্পতিবার মৎসজীবীর জালে মৃতদেহ উদ্ধারের খবর ছড়িতে পড়তেই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় আদিবাসী পাড়ায়।
মৃত বিশ্বজিৎতের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুধু মাত্র ১০০ টাকা না কি পুরনো শত্রুতার জেরে খুন- খতিয়ে দেখছে পুলিশ।









































































































































