স্বস্তিতে ইস্টবেঙ্গল, এনওসি পেলেন আনোয়ার

0
3

স্বস্তি পেল ইস্টবেঙ্গল এফসি। স্বস্তি পেলেন আনোয়ার আলি। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি অন্তর্বর্তী রায়ে আনোয়ার আলিকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিল। ছাড়পত্র পেয়ে যাওয়ায় শুনানি শেষ না হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়ে খেলতে আর কোনও বাধা রইল না আনোয়ারের। পিএসসি-র পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার পিএসসি জানায়, রায় মেনে ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে (সিআরএস) আনোয়ারের সইয়ের বিষয়টি আপডেট করার জন্য। এনওসি-র ভিত্তিতেই সিআরএসে আনোয়ার হবেন ইস্টবেঙ্গলের ফুটবলার। পিএসসি-র ছাড়পত্র পাওয়ার পরই রবিবার আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন আনোয়ার। ভারতীয় ডিফেন্ডার দলের সঙ্গেই শুক্রবার কোচি যাচ্ছেন। সিআরএস সম্পূর্ণ হলে এবং কোচ কার্লোস কুয়াদ্রাত চাইলে কেরলের বিরুদ্ধেই লাল-হলুদ জার্সিতে অভিষেক হবে আনোয়ারের। বৃহস্পতিবারও দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন ভারতীয় ডিফেন্ডার।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অযথা রক্ষণাত্মক ফুটবলের মাশুল গুণতে হয়েছে দলকে। আইএসএলে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচও ঘরের বাইরে। শনিবার কোচিতে প্রস্তুতি সেরে রবিবার ম্যাচ খেলবে দল।কলকাতায় গত দু’দিনের অনুশীলনে রক্ষণে ফাঁকফোকর ঢাকার চেষ্টা করেছেন ইস্টবেঙ্গল কোচ। রক্ষণ নিয়ে অস্বস্তি বাড়িয়েছে লালচুংনুঙ্গার কার্ড সমস্যা। তাঁকে কেরলের বিরুদ্ধে পাবে না ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- অশ্বিন-জাদেজার খেলায় মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা