একাধিক ইস্যুতে দল এমনকি দলের আহ্বায়কের বিরুদ্ধে গিয়েছেন। এবার দলের নতুন মুখ্যমন্ত্রীকেও কালিমালিপ্ত করতে কসুর করলেন না আপ সাংসদ স্বাতী মালিওয়াল। এবার স্বাতী সম্পর্কে কড়া অবস্থান নিতে চলেছে দল। তাঁর থেকে ইস্তফা দাবি করা হল দলের তরফে।

দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসবেন অতিশি মারলেনা। তাঁকে এই পদে বেছে নিয়েছেন আম আদমি পার্টির বিধায়করা। অতিশি সম্পর্কেই কুমন্তব্য করার অভিযোগ উঠল আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে তাঁকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বললেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

স্বাতীর দাবি, আতিশির দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক। কারণ, তাঁর পরিবার সন্ত্রাসবাদী আফজল গুরুর ফাঁসি আটকাতে দীর্ঘদিন লড়াই করেছিলেন। তাঁর পরিবার সম্পর্কে আরও দেশ বিরোধী উদাহরণ তুলে ধরার হুমকি পর্যন্ত দেন স্বাতী।

স্বাতীর এই মন্তব্যের কড়া জবাব দেন আপ নেতা দিলীপ পান্ডে। বলেন, “আপের টিকিটে রাজ্যসভায় গিয়েছেন স্বাতী। কিন্তু বিজেপির শেখানো কথা বলছেন। একটু লজ্জা থাকলে দ্রুত তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত।” তবে দলের পক্ষ থেকে ইস্তফা দেওয়ার চিঠি পাঠানো কার্যত স্বাতীর জন্য অপমানজনক, দাবি রাজনৈতিক মহলের।











































































































































