তিন দিন ধরে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তার সঙ্গে আবার একাধিক জলাধার থেকে মাত্রাতিরিক্ত জল ছাড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া, বীরভূমের বিস্তীর্ণ এলাকায়। এই অবস্থায় মঙ্গলের সকালে সূর্যের দেখা মিলতেই কিছুটা স্বস্তিতে বাঙালি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরছে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে আপাতত কোথাও ভারী বৃষ্টি হবে না।

অতিভারী বৃষ্টি আর মেঘলা আকাশের কারণে একধাক্কায় পারদ পতন হয়েছিল। ঝোড়ো হাওয়ার দাপটে ফিরেছিল বর্ষার আমেজ। ক্ষেতের জমি থেকে শুরু করে ঘরবাড়ি জলের তলায়। মাথায় হাত চাষীদের। পুজোর আগে কার্যত বিধ্বস্ত আরামবাগ থেকে খানাকুল, সিউড়ি থেকে বাঁকুড়া। কিন্তু এদিন সকাল থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সকাল থেকে বৃষ্টির খবর নেই।কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি সংক্রান্ত সর্তকতা নেই।











































































































































