তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর

0
1

তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপত্র ‘জাগো বাংলা’-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। ২০২২ থেকে এই পদে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁর আগে দৈনিক ‘জাগো বাংলা’-র সম্পাদক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই সম্পাদক হন সুখেন্দুশেখর।

দলীয় সূত্রে খবর, সোমবার রাতেই ‘জাগো বাংলা’র সম্পাদক পদ থেকে ইস্তফা দেন রাজ্যসভার সাংসদ। এর আগে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) সুখেন্দুশেখর লেখেন, “আমার ২টো দাবি ছিল: আরজি কর হাসপাতাল ও কলকাতা পুলিশের দুই শীর্ষ প্রধানকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। জুনিয়র ডাক্তার এবং লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে তা অনেকটাই পূরণ হয়েছে। কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে। সবার মতো আমিও খুশি। সত্যমেব জয়তে।”

ইস্তফাপত্র পাঠালেও তা গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ‘জাগো বাংলা’-র পরবর্তী সম্পাদক কে হবেন- সে বিষয়ে এখনও কিছু জানায়নি রাজ্যের শাসকদল।