মঙ্গলের সকাল সকাল শহর জুড়ে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর আর জি করের (RG Kar Medical College and Hospital) আর্থিক দুর্নীতি মামলার তদন্তে চিকিৎসক সুদীপ্ত রায়ের (Sudipta Roy) উত্তর কলকাতার ঠিকানায় অভিযান চালাচ্ছে তদন্তকারী দল। কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) সঙ্গে নিয়ে ডাক্তারের নার্সিংহোমেও পৌঁছে গেছেন গোয়েন্দারা।
আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গত বৃহস্পতিবার সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে সুদীপ্তর বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি তদন্তকারী দল। এদিন সকালে রাজ্যের হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের প্রাক্তন সভাপতির উত্তর কলকাতার বাড়ি, দাদপুরের দাঁড়পুর গ্রামের বাংলোর পাশাপাশি বালিগঞ্জ সার্কুলার রোডে ব্যবসায়ী সন্দীপ জৈনর বাড়িতেও তল্লাশি অভিযানে ইডি।