চিৎকার করবেন না! কৌস্তভের আচরণ মনে করে নির্দেশ প্রধান বিচারপতির

0
1

সুপ্রিম কোর্টে নজিরবিহীন অভব্যতা পেশ করেছিলেন বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচি। আর জি কর মামলার শুনানিতে টিভি চ্যানেলে টেবিল চাপড়ানোর মতো আচরণ পেশ করেছিলেন। ৯ সেপ্টেম্বরের সেই ঘটনা মনে করে মঙ্গলবার শুনানির শুরুতেই শুনানির মাঝে চিৎকার না করার নির্দেশ জারি করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সর্বোচ্চ আদালতের স্বতঃপ্রণোদিত মামলার লাইভ স্ট্রিমিং চলছে প্রতিটি শুনানিতেই। ৯ সেপ্টেম্বরের শুনানিতে বাংলার মানুষের সভ্যতাকে ধুলোয় মিশিয়ে চিৎকার করেছিলেন আইনজীবী কৌস্তভ বাগচি। চরম অসন্তুষ্ট হয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। তাঁকে সতর্কও করা হয়েছিল।

মঙ্গলবার শুনানির শুরুতেই সেকথা মনে করালেন প্রধান বিচারপতি। তিনি শুরুতেই বলেন, “একটি নির্দেশ শুনানি শুরু হওয়ার আগেই জারি করছি। মাঝপথে কেউ উঠে দাঁড়াবেন না এবং শুধু শুধু চিৎকার করবেন না এটা ভেবে যে লাইভ স্ট্রিমিং চলছে।” কার্যত বিজেপির আইনজীবীর অভব্যতাকে কড়া শাসনে রাখলেন প্রধান বিচারপতি।