কেজরিওয়ালের পরে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে

0
1

অরবিন্দ কেজরিওয়ালের পরে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, তা নিয়ে আম আদমি পার্টি-র অন্দরের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও আলোচনা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের উত্তরাধিকারী হিসাবে পাঁচ জন আপ বিধায়কের নাম নিয়ে আলোচনা চলছে। এই পাঁচ বিধায়ক হলেন অতিশী মারলেনা, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গহলৌত, গোপাল রাই এবং ইমরান হুসেন। আলোচনায় রয়েছেন কেজরীর স্ত্রী সুনীতা কেজরিওয়ালও।

ভোটের কথা মাথায় রেখে কোনও দলিত নেতাকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হতে পারে। তবে নির্দিষ্ট কোনও নেতার নাম করা হয়নি। বর্তমান দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি। তাই যিনিই মুখ্যমন্ত্রী হোন না কেন, তিনি অল্প কয়েক দিনের জন্যই সেই পদে থাকবেন।