আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, বিশ্বকর্মা পুজোর দিন হবে আকাশ দখল!

0
2

‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান শহর ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। এবার সেই প্রতিবাদের ভাষা মিশে যেতে চলেছে বিশ্বকর্মা পুজোয়। এ বার সেই পুজোয় ঘুড়ি উড়িয়ে আরজি করের ঘটনায় বিচার চেয়ে সরব হবেন ঘুড়িপ্রেমীরা।

‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানকে সামনে রেখে ফের ঘুড়ি উড়িয়ে প্রতিবাদের ঝড় তুলতে চায় কলকাতা। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়িয়ে বিচারের দাবিতে সরব হওয়ার ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সব ঠিকঠাক থাকলে, আগামিকাল মঙ্গলবার ভোর থেকেই কলকাতার সব প্রান্তে উড়বে প্রতিবাদের এই ঘুড়ি। কোনও ঘুড়িতে লেখা থাকবে, ‘জাস্টিস ফর আরজি কর’, আবার কোনও ঘুড়িতে মোমবাতির ছবি দিয়ে লেখা থাকবে, ‘বিচার পাক অভয়া’। ঘুড়ির রং রাখা হয়েছে কালো। সেই কালো রংয়ের ঘুড়িতেই সাদা রং দিয়ে বিচারের দাবি লেখা হয়েছে।‘ফ্রিডম কাইট ক্লাব’ নামে একটি সংস্থা বিচারের দাবিতে তৈরি ঘুড়ি ইতিমধ্যেই বিতরণ করেছে। তাদের বিতরণ করা ঘুড়িও রয়েছে হরেক রকমের বিচারের দাবিতে স্লোগান। বলা যেতে পারে, ভাদ্র সংক্রান্তিতে বাঙালির বিশ্বকর্মা পুজোয় এ বার লাগতে চলেছে প্রতিবাদের রং। সময়ই বলবে কোন পথে মিলবে সুরাহা।‌সেদিকেই নজর সবার।