দুর্যোগ চলবে, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা

0
3

আজ, সোমবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। কিন্তু ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে দক্ষিণবঙ্গে।

মৎস্যজীবীদের আজ, সোমবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়। নদিয়া, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।কলকাতায় সোমবার মূলত মেঘলা আকাশ। বেলার দিকে বৃষ্টি কমবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। আগামিকাল, মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম।