‘ধিক্কার!’ টালা থানার ওসিকে সিবিআই ‘বলি’ করায় সরব বাম কাউন্সিলর

0
2

আর জি কর ধর্ষণ-খুনের মামলার তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকে প্রায় একমাস সেই তদন্তে কোনও অগ্রগতি দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্টে দুটি শুনানির পরেও সিবিআইয়ের দিক থেকে রহস্যের জট না কাটায় শেষে টালা থানার ওসিকে গ্রেফতার করে তৃতীয় শুনানির আগে মুখ রক্ষার চেষ্টা করে তদন্তকারী সংস্থা। রাজ্যের শাসকদলের পক্ষ থেকে সিবিআইয়ের কোনও সমালোচনা করা না হলেও সরব হয়েছেন বাম কাউন্সিলর নন্দিতা রায়। সিবিআই তদন্তের বলি বলে তিনি টালা থানার ওসিকে উল্লেখ করেন। যদিও পরে দলীয় চাপে তিনি সেই বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে তুলে দেন।

শনিবার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। সেই সঙ্গে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আদালতে অভিজিৎকে তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্তের সঙ্গে যুক্ত প্রমাণ করার চেষ্টা করে সিবিআই। তবে কলকাতা পুরসভার বাম কাউন্সিলর নন্দিতা রায় সিবিআইয়ের পদক্ষেপকে ধিক্কার জানালেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের উত্তরে। তিনি লেখেন, “জঘন্য! যেভাবে অভিজিৎকে বলি দেওয়া হল… ধিক্কার।”

সেই সঙ্গে এই অন্যায়ের প্রতিবাদ করা নিয়েও সরব হন তিনি। বামেদের পক্ষ থেকেও এভাবে অভিজিৎ মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রতিবাদ না হওয়ারও সমালোচনার সুর শোনা যায় তাঁর গলায়। তিনি লেখেন, “আসলে মানুষ অন্যায়কে অন্যায় বলতে ভুলে গেছে, নিজেরা হাজারো অন্যায় করলেও।” এই বক্তব্য ছড়িয়ে পড়লে অবশ্য তিনি নিজের বক্তব্য মুছে ফেলেন।