মর্মান্তিক! আন্ডারপাসের জমা জলে গাড়ি ডুবে মৃত্যু ব্যাঙ্ক ম্যানেজার-ক্যাশিয়ারের

0
1

মর্মান্তিক! জলমগ্ন আন্ডারপাসে মর্মন্তিক মৃত্যু হল এক বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার এবং তাঁর সঙ্গী কোষাধ্যক্ষের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। শহর কলকাতার মতোই গত কয়েক দিন ধরে বৃষ্টি চলছে রাজধানী দিল্লি শহর এবং তার আশপাশের এলাকায়। এর জেরেই হরিয়ানার ফরিদাবাদের ওই আন্ডারপাস জলমগ্ন হয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় সেখানেই গাড়ি নিয়ে যেতে গিয়ে ডুবে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজার এবং তাঁর সঙ্গীর।

দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের একজন গুরুগ্রামের সেক্টর ৩১-এর একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার। নাম পূণ্যশ্রেয় শর্মা। অন্যজন ওই ব্য়াঙ্কেরই ক্যাশিয়ার। নাম বিরাজ দ্বিবেদী। শুক্রবার সন্ধ্যায় একসঙ্গে একটি গাড়িতে করে ফরিদাবাদে ফিরছিলেন তাঁরা। সেই সময় জল দেখেও ঝুঁকি নিয়ে একটি আন্ডারপাস দিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। জলস্রোতের মধ্যে গাড়ি নিয়ে খানিক এগোতেই একটি গর্তে পড়ে যান। বিপদ বুঝে জলে ডোবা গাড়ি থেকে বেরিয়ে আসেন দুজনে। যদিও শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেননি তাঁরা। বিপদ এড়াতে আপাতত ওই জলমগ্ন আন্ডারপাস বন্ধ করে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন- বিদ্যুতের তার জড়িয়ে বিপদ! মাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ছেলের