মাঝ সমুদ্রে বিপর্যয়, নিখোঁজ ডায়মন্ড হারবারের ৪৯ মৎস্যজীবীর-সহ তিনটি ট্রলার! হেলিকপ্টার নিয়ে তল্লাশি

0
2

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে বিপদে মধ্যে ডায়মন্ড হারবারের ৪৯ জন মৎস্যজীবী (Fisherman)। সোমবার দুপুর পর্যন্তও খোঁজ মেলেনি তাঁদের। রবিবার রাতভোর নৌকো এবং ট্রলার (Trawler) নিয়ে তল্লাশি চলে। অবশেষে সোমবার আকাশপথে হেলিকপ্টার নিয়েও চালানো হচ্ছে তল্লাশি। এদিকে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও তিনটি ট্রলারের কোন খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ছে নিখোঁজদের পরিবারেরও।গত মঙ্গলবার সুলতানপুর মৎস্য বন্দর থেকে মাছ ধরতে গভীর সমুদ্র গিয়েছিল মৎস্যজীবীদের একটি দল। তবে রবিবার দুর্যোগের মাঝে পড়ে বাকি সকলে ফিরে এলেও হদিশ মেলেনি তিনটি ট্রলারের ৪৯ জন মৎস্যজীবীর। এই মুহূর্তে সেই ৩টি ট্রলারের হদিশ এখনও পর্যন্ত জানে না প্রশাসন। বজ্রপাতের কারণে তাঁদের ওয়ারলেস বিকল হয়ে পড়েছে বলে যোগাযোগও সম্ভব হচ্ছে না বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। যদিও ইতিমধ্যে বিষয়টি উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়। নিখোঁজ ট্রলারগুলির লোকেশন জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।অন্যদিকে মৎস্যজীবীদের তরফ থেকে জানা গেছে, মাঝ সমুদ্রথেকে ফেরার পথে ‘মা রিয়া’, ‘শ্রী হরি’ নামের দু’টি ট্রলার (Trawler)-সহ তিনটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। বাকি মৎস্যজীবীরা ওই ট্রলারগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তাঁদের পক্ষে সম্ভব হয়নি।