আগামী বুধবার চন্দ্রগ্রহণ! অপেক্ষায় মহাকাশপ্রেমীরা

0
10

এবছর দোলপূর্ণিমায় ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ১৮ সেপ্টেম্বর। এই চন্দ্রগ্রহণ চলবে মোট ৪ ঘণ্টা ৪০ মিনিট। এটি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, আর্কটিক এবং অ্যান্টার্কটিকায়ও দৃশ্যমান হবে। এবং এশিয়ার কিছু অংশ থেকেও তা দৃশ্যমান হবে। কিন্তু ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।

প্রসঙ্গত, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। স্বাভাবিক ভাবেই এই মহাজাগতিক সৌন্দর্য দেখার জন্য মুখিয়ে থাকেন সারা পৃথিবীর মহাকাশপ্রেমীরা। কিন্তু ভারতীয়দের দুর্ভাগ্য, প্রথম গ্রহণের মতো দ্বিতীয়টিও দেখতে পাবেন না তাঁরা। তবে ভারত থেকে সরাসরি চন্দ্রগ্রহণ দেখা না গেলেও আগ্রহী মহাকাশপ্রেমীরা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের অন্যত্র হওয়া গ্রহণের সাক্ষী হতে পারবেন। এবছর সব মিলিয়ে মোট তিনটি চন্দ্রগ্রহণ। যার প্রথমটি দেখা গিয়েছিল ২৪ মার্চ। এবার ১৮ সেপ্টেম্বর হবে দ্বিতীয় গ্রহণ। তৃতীয় চন্দ্রগ্রহণটি হবে ১৭ অক্টোবর। তবে সেটি ভারত নয়, বিশ্বের কোনও দেশ থেকেই দেখা যাবে না।

আরও পড়ুন- নির্ভয়া তহবিলে বরাদ্দের কোটি কোটি টাকা নষ্ট গুজরাটে! প্রকাশ CAG রিপোর্টে