রক্ষণে শক্তি বাড়াল মোহনবাগান , সবুজ-মেরুনে সই নুনো রেইসের

0
3

দলের রক্ষণ মজবুজ করল মোহনবাগান সুপার জায়ান্ট । এদিন সপ্তম বিদেশি হিসাবে সই করাল নুনো রেইসকে। এদিন এমনটাই জানান হয় মোহনবাগানের পক্ষ থেকে। পর্তুগালের ডিফেন্ডার খেলতে পারেন সেন্ট্রাল মিডিও হিসাবেও। জেমি ম্যাকলারেনের সতীর্থ নুনো রেইস। একসঙ্গে খেলেছেন মেলবোর্ন সিটিতে। জানা যাচ্ছে, ভারতে আসার জন্য ইতিমধ্যে ভিসার আবেদন করেছেন নুনো।

মোহনবাগানে সই করার আগে ফ্রান্স, বেলজিয়াম, গ্রিস, বুলগেরিয়ার এবং অস্ট্রেলিয়ার এ লিগে খেলেছেন নুনো। নুনো সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন মেলবোর্ন সিটিতেই। অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে দুবার এ লিগ এবং একবার চ্যাম্পিয়নশিপ জিতেছেন নুনো। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত মেলবোর্ন সিটিতে খেলেছেন তিনি। সেখানেই ড্রেসিংরুম ভাগ করেছেন ম্যাকলারেনের সঙ্গে। সবুজ-মেরুনে যোগ দিয়ে উচ্ছ্বসিত নুনো। তিনি মোহনবাগান মিডিয়া টিমকে বলেন, “ আমার কাছে অনেকগুলো ক্লাবে খেলার প্রস্তাব ছিল। ভারতের, এমনকী কলকাতার ক্লাবেরও প্রস্তাব ছিল। কিন্তু মোহনবাগানে আমি সই করলাম ক্লাবের ঐতিহ্য, পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য দেখে। ম্যাকলারেন-সহ বেশ কয়েকজন ফুটবলারকে চিনি যারা এই ক্লাবের জার্সিতে খেলেছেন। তাদের থেকে আমি মোহনবাগান সম্প্ররকে জেনেছি। আমি সবুজ-মেরুন সমর্থকদের কথা শুনেছি। আমি অপেক্ষায় মোহনবাগান জার্সি গায়ে মাঠে নামতে। নিজের সেরাটা দেওয়ার চেস্টা করব। ”

আরও পড়ুন- ফের দ্বিতীয় নীরজ চোপড়া, অল্পের জন্য হাতছাড়া শীর্ষস্থান