বিশ্বকর্মা পুজোর আগেই বাংলার আকাশে বড় দুর্যোগ। আজ থেকেই বদলাতে চলেছে আবহাওয়া।চিন-ভিয়েতনামে ধ্বংসলীলা চালিয়ে বাংলায় প্রভাব ফেলতে চলেছে টাইফুন ‘ইয়াগি’ (Yagi)! IMD জানিয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের (Cyclone) অবশিষ্টাংশ ঘূর্ণাবর্ত রূপে বাংলাদেশের উপর রয়েছে। সেই কারণেই আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে যা ৪৮ ঘণ্টার মধ্যে বাংলার উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টি করবে।

একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা অন্যদিকে ইয়াগির প্রভাব, এই দুই মিলে আগামী দু-তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি সমুদ্র উত্তাল থাকবে বলে খবর মিলে যায়। বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমাগত শক্তিশালী হচ্ছে, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার কলকাতা-সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে।নিম্নচাপের প্রভাবে উপকূলে সর্বোচ্চ ৫৫ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরেও বৃষ্টি হবে।





 
 
 
 




































































































































