আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) শ্যালিকার বাড়ি থেকে উদ্ধার ২০০ পাতার উত্তরপত্র! এর পাশাপাশি দলিল, সম্পত্তির কাগজপত্র, সরকারি টেন্ডারের কপিও মিলেছে বলে খবর ইডি (ED ) সূত্রে। টাকার বিনিময় সন্দীপের বিরুদ্ধে পরীক্ষার নম্বর বাড়ানোর অভিযোগ আগেই উঠেছিল। এবার তাঁর আত্মীয়র বাড়ি থেকে উত্তরপত্র মেলায় প্রাক্তন অধ্যক্ষের মেডিক্যাল দুর্নীতির যোগ আরও স্পষ্ট হচ্ছে বলেই মনে করছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষের একাধিক আত্মীয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং শ্যালিকা অর্পিতা বেরাকে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তার আগে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় প্রাক্তন অধ্যক্ষের শ্যালিকার বাড়িতে প্রায় ১০ ঘণ্টা তল্লাশি করা হয়েছে। সেখান থেকেই বিপুল উত্তরপত্র মেলে বলে খবর।











































































































































