দুই নেতানেত্রী আন্দোলন মঞ্চের কাছে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনেছেন। তার পরেও অভিযোগ উঠছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রভাবিত করতে চাইছে বিজেপি। এই নিয়ে এককদম এগিয়ে খোদ জুনিয়র ডাক্তাররা অভিযোগ করলেন, তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যভবনের সামনে ধর্নার চতুর্থদিনে এই অভিযোগ করলেন আন্দোলনকারীরা। স্পষ্ট জানান, “আমরা সুস্পষ্ট ভাবে তাঁকে এবং অন্য যাঁরা আমাদের আমাদের আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করতে চান, তাঁদের বলতে চাই, এই নিয়ে আগেও যা প্রতিক্রিয়া জানিয়েছিলাম, আবার একই জানাব।“

মঙ্গলবার থেকে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র ডাক্তারেরা। দ্বিতীয়দিনে সেখানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত হলে তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। যদিও অগ্নিমিত্রার দাবি, তিনি ওই পথ ধরে বিজেপির দফতরে যাচ্ছিলেন। এর আগে লালবাজারের সামনে চিকিৎসকদের অবস্থানে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেলে তাঁকেও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। কিন্তু দলীয় নেতানেত্রীদের অপদস্ত হওয়ার ঘটনা মানতে নারাজ শুভেন্দু। তাঁর অভিযোগ, জুনিয়র ডাক্তারেরা ওই স্লোগান দেননি। কিছু ‘বহিরাগত’ মদ, গাঁজা খেয়ে ওই স্লোগান দিয়েছেন। এই মন্তব্য নিয়ে শুক্রবার বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা স্পষ্ট জানান, ‘গো ব্যাক’ স্লোগান তাঁরাই দিয়েছিলেন।

তীব্র অসন্তোষ প্রকাশ করে আন্দোলনকারীরা বলেন, “যাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন, প্রথম থেকেই আমরা তাঁদের বিরোধিতা করেছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো নেতা-নেত্রীকেও আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে।“ এর পরেই সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করে জুনিয়র ডাক্তারা বলেন, “বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন। এই ঘটনা নাকি দুশ্চরিত্র বহিরাগতের ষড়যন্ত্রের ফলে ঘটেছে। আমরা সুস্পষ্ট ভাবে তাঁকে এবং অন্য যাঁরা আমাদের আমাদের আন্দোলনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করতে চান, তাঁদের বলতে চাই, এই নিয়ে আগেও যা প্রতিক্রিয়া জানিয়েছিলাম, আবার একই জানাব।“
আরও পড়ুন- লালবাজার অভিযানে বামেরা! বাধা পেয়ে ফিয়ার্স লেনে বসে পড়ে অবস্থান বিক্ষোভ








































































































































