শনিবার আইএসএলের অভিযান শুরু করতে চলেছে ইটবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচ আওয়ে। বেঙ্গালুরুতে ম্যাচ। আজ সকালে অনুশীলন করে লাল-হলুদ। প্রথম ম্যাচের আগে ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। চার ম্যাচ নির্বাসিত নতুন ডিফেন্ডার আনোয়ার আলি। আনোয়ার না থাকায় কি সমস্যা হবে ইস্টবেঙ্গল ডিফেন্সে? বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে এই নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। জানালেন দলের পরিকল্পনা আছে।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ বলেন, “ আনোয়ার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু সব কিছু তো আমাদের হাতে থাকে না। ক্লাব নিজের মতো করে বিষয়টা দেখছে। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে দলে আরও অনেক ভাল ফুটবলার রয়েছে। ওদের নিয়ে পরিকল্পনা করব। আশা করছি আনোয়ারের অভাব মেটাতে পারবে ওরা।”

গত বছর সুপার কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএল-এ এখনও নিজেদের মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত আইএসএলের নক আউটে উঠতে পারেনি লাল-হলুদ ক্লাব। এবার সেটাই তাঁদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, “আমরা চেষ্টা করব প্রথম ছয় দলের মধ্যে শেষ করার। তবেই লিগ জেতার সুযোগ থাকবে। নক আউটে উঠলে তারপরে বুঝতে পারব কার বিরুদ্ধে খেলতে হবে। তাই এখন থেকে সে সব নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য প্রথম ছয়ে শেষ করা।”
এদিকে প্রথম ম্যাচে নামতে তৈরি হিজাজি মাহেরও। তিনি সাংবসদিক সম্মেলনে বলেন, “ বেঙ্গালুরু বড় দল। কিন্তু প্রতিপক্ষের কথা বেশি না ভেবে নিজেদের কথা ভাবছি। আমরাও এবার ভাল দল। তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছি না। সুনীল, পেরেরাদের আটকাতে আমরা তৈরি।”
আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে জোড়া নজিরের সামনে দাঁড়িয়ে কোহলি










































































































































