দিল্লি হাইকোর্টে ঝুলে রইল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandol) জামিন মামলার শুনানি। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের (Delhi High Court) বিচারপতি নীনা বনসল কৃষ্ণর এজলাসে অনুব্রতর দায়ের করা ‘ডিফল্ট’ জামিন আর্জির শুনানি ছিল। পরবর্তী শুনানি ২০ নভেম্বরে। ১৭ সেপ্টেম্বর রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রতের রেগুলার বেল পিটিশনের শুনানি হবে।শুনানির শুরুতেই তাঁর আইনজীবী আহমেদ ইব্রাহিম অভিযোগ করেন গোরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করার সময়ে ইডি অনুব্রতকে ‘গ্রাউন্ডস অফ এরেস্ট’ বা গ্রেফতার সংক্রান্ত নথি প্রদান করেনি। এই অভিযোগ শুনে ইডির আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু তাঁর সতীর্থ আইনজীবী অনুপম শর্মাকে নির্দেশ দেন, অনুব্রতর (Anubrata Mandol) আইনজীবীকে ‘গ্রাউন্ডস অফ এরেস্ট’ প্রদান করতে। এর পরেই অনুব্রতর আইনজীবী জানান, ১৭ সেপ্টেম্বর দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের দায়ের করা রেগুলার বেল পিটিশনের শুনানি হবে।
এই কথা শুনেই বিচারপতি নীনা বনসল কৃষ্ণ জানান, তিনি এদিনের মতো শুনানি মুলতুবি করছেন৷ রাউজ অ্যাভিনিউ আদালত অনুব্রতর রেগুলার বেল পিটিশনের আর্জির পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত গ্রহণ করে তা দেখার পরেই নভেম্বরের ২০ তারিখে তিনি অনুব্রতর ডিফল্ট বেল পিটিশনের মামলার শুনানি করবেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.