বৃষ্টি কমবে, তবে একেবারেই বিদায় নেবেনা। মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে এমনই মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) কর্তারা। দিঘার উপরে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার ফলে বৃহস্পতিবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বিশ্বকর্মা পুজোতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে জেলায় জেলায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।











































































































































