বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কাউন্টডাউন শুরু। ২০২৫-এর মেগা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) সফল করতে বুধবার নবান্নে প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কারণেই আগামী বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব, শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান এবং এমডি-সহ উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন রাজ্যের প্রথম সারির কয়েকজন শিল্পপতি, কলকাতা ও জেলার বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ছাড়াও প্রস্তাবিত বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের বিষয়েও আলোচনা হয়েছে। চলতি মাসেই দুবাইয়ের ধাঁচে ওই উৎসব হওয়ার কথা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে।মুখ্যসচিবের তরফ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ‘ই ডুইং বিজনেস’ এর কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পপতিদের সুবিধার জন্য যে যে বিষয়গুলি দরকার, তা নিয়ে রাজ্য সরকার এরমধ্যে ভেবে দেখছে। পরিকাঠামোর বিকাশ থেকে একজানালা পদ্ধতি কার্যকর করার মতো বিষয় শিল্পমহলকে বাংলার প্রতি আগ্রহ বাড়িয়েছে। বহু শিল্পপতি বাংলায় লগ্নি করার জন্য এগিয়ে আসছে।এরমধ্যে অনাবাসী ভারতীয় থেকে বিদেশি লগ্নকারীরাও বাংলাকে শিল্পের সেরা গন্তব্য বলে মেনে নিয়েছে।
২০২৩-এর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪লক্ষ কোটি টাকার কাছে বিনিয়োগ প্রস্তাব আসে। যারজন্য রাজ্যে একের পর এক সম্ভাবনাময় প্রকল্প রূপায়ণ সম্ভব হচ্ছে বলে প্রশাসনের দাবি। জঙ্গলমহল সুন্দরীর মতো প্রকল্প রূপায়ণ করার প্রক্রিয়াও চলছে। আশা করা হচ্ছে ল্যান্ড ব্যাঙ্ক, সুলভে বিদ্যুৎ, উন্নত পরিকাঠামো আর স্থিতিশীল সরকার থাকায় আগামী দিনে বিনিয়োগের আরও বাড়বে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.