আগেই অভিযোগ করেছিলেন চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ছেলে। সোমবারের পরে, মঙ্গলবারও কোন্নগরের (Konnagar) যুবক বিক্রম ভট্টাচার্যের (Vikram Bhattacharya) মা কবিতা অভিযোগ করলেন ডাক্তাররা মিথ্যে কথা বলছেন! সরাসরি ফোন করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডক্টর ফোরামের সদস্য পূর্ণব্রত গুইনকে (Purnabrata Guin)। বললেন, “আপনারা মিথ্যে কথা বলছেন।” যদিও ফোনের অন্য প্রান্ত থেকে কল রেকডিং অন হলেও মৃত-র মা কবিতার করা চ্যালেঞ্জের সঠিক উত্তর মেলেনি।
অভিযোগ, আর জি করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে কোন্নগরের ২৮ বছরের যুবকের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। পাল্টা চিকিৎসক সংগঠনের তরফে দাবি, বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ মিথ্যে। ডাক্তারের দাবি মেনে নিতে না পেরে ডক্টরস ফোরামের পূর্ণব্রত গুইনকে সরাসরি ফোন করলেন বিক্রমের (Vikram Bhattacharya) মা কবিতা ভট্টাচার্য (Kabita Bhattacjarta)। পিছু পা হলেন না চ্যালেঞ্জ ছুড়তে। বললেন “কেন মিথ্যে কথা বলছেন?” পাশাপাশি মনে করিয়ে দিলেন সেদিন আর জি করে ছেলের চিকিৎসার জন্য এপ্রান্ত থেকে ওপ্রান্ত আর্তনাদ ও ছোটাছুটির পরেও মেলেনি চিকিৎসা।
এদিন ডক্টর ফোরামের পূর্ণব্রত গুইনকে ফোন করে মৃত বিক্রমের মা বলেন “ডাক্তারবাবুরা যদি বলেন বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি, তাহলে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। সেদিন হাসপাতালে যারা ছিলেন আহত ছেলেকে সঙ্গে নিয়ে তাঁদের কাছে বার বার অনুরোধ করি, ডাক্তার কোথায়? কিন্তু কেউ কিছুই জানায়নি। আমি আমার ছেলেকে নিয়ে প্রায় তিন ঘণ্টা ছোটাছুটি করেছি। কিন্তু কোথাও ডাক্তার ছিল না, না ট্রমা কেয়ারে ছিল, না আউটডোরে। এখন ডাক্তারবাবুরা মিথ্যা কথা বলছেন। তাঁরা চিকিৎসা করেননি। যার জেরে আমার ছেলেকে হারিয়েছি। আর এখন আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন।”













Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































