স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন শিক্ষাকর্মীরা। মঙ্গলবার বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই শুনানি ফের পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয়। ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মী চাকরি চলে যায়। চাকরিহারারা এরপর দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। গত ৭ মে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর অন্তর্ভুক্তির ছবিটা বেশ জারি করে। এই মামলায় সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে বলেছিল আদালত। এসএসসি (SSC) জানিয়েছে যোগ্য- অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাওয়ায় কিছুটা হলেও ক্ষুব্ধ চাকরিহারা শিক্ষাকর্মীরা।