নারী সুরক্ষা আর নিরাপত্তার দাবিতে যখন উত্তাল বাংলা বিনোদন জগত (Bengali Entertainment Industry), তখন আর জি কর কাণ্ডের (RG Kar Case) বিচার চেয়ে সমাজমাধ্যমে সরব হওয়া অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ের (Joyjit Banerjee) বিরুদ্ধেই মডেল-অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! রবিবার অভিযোগের কাঠগড়ায় ছিলেন অভিনেতা। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিযোগকারীকে। কিন্তু সোমবারে তথ্যপ্রমাণ নিয়ে জয়জিতের বিরুদ্ধে সরব শিখা (Sikha) নামের জনৈক মডেল।

অভিনেত্রীকে শারীরিক অসম্পূর্ণ অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে (Arimdam Sil) বরখাস্ত করেছে ডিরেক্টরস গিল্ড। এবার সেই আবহে অভিনেতা জয়জিৎকে নিয়ে শুরু নতুন আলোচনা। অভিযোগকারী মডেল জানান, ‘অভিনেতা নিজে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এবং লেখেন যে তাঁকে ( অর্থাৎ ওই মডেলকে) দেখে মনে হয়েছে, সুযোগ পেলে ওই মডেল উন্নতি করবেন।’ শিখা অভিনয় করতে চেয়েছেন বরাবরই। জয়জিতের সঙ্গে আলাপের সুযোগ মেলায় তিনি বেশ খুশি হয়েছিলেন। কিন্তু মডেলের অভিযোগ, প্রথমে খানিকটা আভাস দেওয়ার পর কাজ না হওয়ায় সরাসরি ‘কম্প্রোমাইজ়’ করার কথা বলেন অভিনেতা। প্রমাণ হিসেবে উভয়ের বার্তালাপের প্রতিচ্ছবিও (স্ক্রিনশট) শেয়ার করেছেন শিখা। শুধু তাই নয় স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়ে মডেলের সঙ্গে জয়জিৎ সহবাস করেছিলেন বলে অভিযোগ। শিখা জানান, যে অভিনেতার স্ত্রীকে তিনি গোটা বিষয়টি জানালে তিনি পাত্তা না দিয়ে উল্টে মেসেঞ্জারে লেখেন যে তাঁর স্বামীর এরকম একাধিক সম্পর্ক আছে। সত্যিই কি এ রকম কিছু ঘটিয়েছিলেন জয়জিৎ? অভিনেতা বলছেন “আমি এ রকম কাউকে চিনি না, শারীরিক সম্পর্ক তো দূরের কথা।”পাশাপাশি গোটা বিষয়টি আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।











































































































































