আর্থিক দুর্নীতি মামলায় জামিন অনুব্রত কন্যার, দ্রুতই জেলমুক্তি!

0
3

আর্থিক দুর্নীতিতে ইডির হতে গ্রেফতার হওয়ার ১৫ মাস পরে জামিন পেলেন অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল। তিহার জেল থেকে মুক্তির সম্ভাবনা বুধবারই। এই খবরে খুশির হাওয়া বীরভূমে।

২০২২ সালের অগাস্ট মাসে আর্থিক তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে ডেকে পাঠায় সুকন্যা মণ্ডলকে। সেখানেই গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ করা হয় তিনি তদন্তে সহযোগিতা করছেন না।

অবশেষে সুকন্যা মণ্ডলকে জামিন দিতে বাধ্য হল দিল্লি হাইকোর্ট। সুকন্যা ইডির জিজ্ঞাসাবাদে বারবার দাবি করেছেন তিনি তাঁর অ্যাকাউন্টের বিষয়ে কিছুই জানতেন না। এই মামলায় ১৫ মাস জেলবন্দি থাকার পরে অবশেষে তাঁকে জামিন দিল দিল্লি হাইকোর্ট।