বড় সিদ্ধান্ত, চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার, শাস্তি ইস্টবেঙ্গলকে

0
1

অবশেষে আনোয়ার আলি ইস্যু নিয়ে এল বড় সিধান্ত । সিদ্ধান্ত জানিয়ে দিল এআইএফএফ প্লেয়ার স্টেটাস কমিটি। চার মাসের জন্য নির্বাসিত ইস্টবেঙ্গল এএফসির নতুন ডিফেন্ডার। যার ফলে আইএসএল-এর প্রথম লেগে আনোয়ারকে পাবে না লাল-হলুদ ক্লাব । সঙ্গে করা করা হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। ক্ষতিপূরন দিতে হবে আনোয়ারকে। শাস্তির মুখে লাল-হলুদও। শাস্তির মুখে দিল্লি এফসিও। আগামী দু’টি ট্রান্সফার উইন্ডোয় কোনও ফুটবলার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি।

 

এআইএফএফ প্লেয়ার স্টেটাস কমিটি সিদ্ধান্ত অনুযায়ী, আনোয়ারের চার মাসের ব্যানের পাশাপাশি আইএসএল শুরুর মুখে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। তাদের দু’টি ট্রান্সফার উইন্ডো ব্যান হল। এই ধরনের শাস্তিকে নজীরবিহীন বলেই মনে করছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। একই শাস্তি পেয়েছে দিল্লি এফসি-ও। শুধু তাই বড় অঙ্কের আর্থিক জরিমানাও দিতে হবে তাদের। ইস্টবেঙ্গল এবং আনোয়ার, দিল্লি এফসিকে মিলিত ভাবে ১২ কোটি ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যা দিত হবে মোহনবাগানকে। যা সত্যি ভারতীয় ফুটবলের নিরিখে বিরাট অঙ্কের জরিমানা। শাস্তি হতে চলেছে ধরে নিয়ে কিছুদিন আগেই এর বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল। এবার সেই আপিল তারা করেন কিনা সেটাই এখন দেখার।

আইএসএল শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। এর মধ্যে ৪ মাসের ব্যান হওয়ার অর্থ ফেব্রুয়ারি মাস অবধি খেলতে না পারা। ইস্টবেঙ্গল যদি প্লে অফে যেতে পারে তাহলে খেলার সুযোগ আসতে পারে ভারতীয় দলের ডিফেন্ডারের সামনে। আর তা না হলে, এ মরশুমে আর খেলাই হবে না আনোয়ারের।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস