সব দিক থেকেই নিরাপত্তা বাড়িয়ে চিকিৎসকদের কাজের পরিবেশ তৈরি করেছে প্রশাসন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিকিৎসকদের প্রয়োজন মতো নিরাপত্তা দেওয়ার জন্য আলোচনার অবকাশ রয়েছে বলেও জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
সোমবার আর জি কর মামলার দ্বিতীয় শুনানিতে ফের সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানান। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে জানান পরিষেবা দেওয়ার দায়িত্বে থাকা চিকিৎসকরা নিজেদের দায়িত্ব থেকে সরে যেতে পারেন না। সেক্ষেত্রে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও নির্দিষ্ট পদক্ষেপের নির্দেশ বাংলার প্রশাসনকে দেওয়া হয়। সেই সঙ্গে সেগুলি নির্দিষ্টভাবে পালন হয়েছে কিনা সেই বিষয়ে নজর রাখতে পুলিশকে নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানান মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, নিরাপত্তার সব রকম ব্যবস্থা করলে রাজ্যসরকার। শৌচালয় থেকে সিসিটিভি, সব দিক বিচার করেই নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজ্যের মানুষের পরিষেবার যে ক্ষতি হয়েছে, তা আরও দীর্ঘায়িত না করে চিকিৎসকদের কর্তব্য পালনের অনুরোধ করেন তিনি। রাজ্য প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়, যে কোনওভাবে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন। নিরাপত্তা বাড়ানো ও বদলের পরিকল্পনা নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের থেকে যে কোনও ধরনের পরামর্শ নেওয়ার জন্যও প্রসাশনের দরজা খোলা রয়েছে বলে জানান তিনি।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দাবি করেন, সক্রিয়ভাবে নিরাপত্তা বাড়ানোর কাজ করা হয়েছে। সেই সঙ্গে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনায় দ্রুত পদক্ষেপেরও আশ্বাস দেওয়া হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা, সিসিটিভি, আলো সহ বেসরকারি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। কাজে ফেরার উপযুক্ত পরিবেশ রয়েছে এমন আশ্বাস দিয়ে মুখ্যসচিব জানান, প্রশাসনের বিশ্বাস চিকিৎসকরা তাঁদের অনুরোধ রেখে কাজে ফিরবেন। কারণ চিকিৎসকরাও জানেন তাঁরা পরিষেবা দেওয়ার কাজেই যুক্ত রয়েছেন।