বিচার পেতে কতক্ষণ: রবিবার ফের পথে টলি তারকারা

0
4

যতদিন বিচার পাওয়া না যাবে, ততদিন পথে থাকবেন। রবিবারও আর জি কর ইস্যুতে পথে নামলেন টলিগঞ্জের তারকা থেকে কলা কুশলীরা। টালিগঞ্জ থেকে শুরু হওয়া মিছিল বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভেরও চেহারা নেয়। সোমবার সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষায় টলিউডও।

রবিবার সন্ধ্যায় নির্ধারিত ঘোষণা অনুযায়ী টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে মিছিলে হাঁটেন অপরাজিতা আঢ্য, মানসী সিনহা, রাহুল বন্দ্যোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সহ তারকারা। তাদের স্লোগানের সামনেই ছিল বিচারের সময় নিয়ে প্রশ্ন। টলিউডের মিছিল থেকে প্রশ্ন, পেরোয় দিন, পেরোয় ক্ষণ; বিচার পেতে কতক্ষণ।

১৩ অগাস্ট সিবিআই আর জি কর মামলা হাতে নেওয়ার পরে আর্থিক বেনিয়মের অভিযোগে যতটা নজর দিয়েছে, গ্রেফতার করেছে, ততটা সক্রিয় ভূমিকা কী দেখিয়েছে নির্যাতিতা ডাক্তারের বিচারে, প্রশ্ন তারকাদের।

রবিবারের মিছিল থেকে তাই দক্ষিণ কলকাতার মানুষের ঘুম ভাঙানোর বার্তা দেন তারকারা। ট্রাম ডিপো থেকে শুরু হওয়া মিছিল টালিগঞ্জ থানা পেরোনোর সময় সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড। রাসবিহারী মোড় অবরুদ্ধ করে বিচারের দাবি জানান তাঁরা। ফের হাজরা মোড়ে পৌঁছেও একইভাবে হাজরা মোড় অবরোধ করেন তাঁরা। সেখানে মানববন্ধন করে মিছিল শেষ করেন টলি তারকা কলাকুশলীরা।