আর জি কর মামলা: সোমে সুপ্রিম শুনানিতে চার প্রশ্নের উত্তরের অপেক্ষা

0
3

কোন পথে তদন্তে সিবিআই (CBI)। আর জি করের নির্যাতিতাকে বিচার দিতে কতটা এগোলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সোমবারই সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির এজসালে সামনে আসবে সেই তথ্য। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে চারটি বিষয় স্পষ্ট করার দাবি জানানো হয়েছে এই মামলায়। সোমবার অপেক্ষা সেই সব উত্তরের।

গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সিজেআই ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে যায়। সোমবারই মামলা শুনবেন বিচারপতি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্র সহ প্রধান বিচারপতির বেঞ্চ।

সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার (sou moto case) প্রথম শুনানিতে রাজ্য ও সিবিআই উভয়েই স্ট্যাটাস রিপোর্ট পেশ করে। ঘটনার টাইমলাইন তুলে দেওয়া হয় সর্বোচ্চ আদালতে। সিবিআইয়ের পক্ষ থেকে সেদিনও কোনও অগ্রগতি দেখা যায়নি।

বৃহস্পতিবার শুনানির আগে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ প্রশ্ন করেন, অভিযুক্ত সঞ্জয় রায় একাই অপরাধী, না এই ঘটনায় কোনও চক্রের যোগ রয়েছে। প্রমাণ লোপাটের (evidence tampering) যে অভিযোগ তোলা হয়েছে তার কোনও প্রমাণ সিবিআইয়ের কাছে রয়েছে কিনা। যদি থাকে তবে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছে সিবিআই, প্রশ্ন করেন কুণাল। সোমবার এই মামলার এই জটগুলি কতটা খুলতে পারছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারই অপেক্ষা।