গতকাল ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন যৌন নিগ্রহে অভিযুক্ত তথা ভারতীয় কুস্তি সংস্থার অপসারিত প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। তিনি এক সাক্ষাৎকারে বলেন , চুরি করে অলিম্পিক্সে গিয়েছিলেন বিনেশ ফোগাট, সেই জন্যই ভগবান তাকে শাস্তি দিয়েছেন, পদক না পেয়ে দেশে ফিরতে হয়েছে তাকে। কংগ্রেসে যোগদানের পরে বিনেশকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং৷ এই মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই ব্রিজভূষণকে সতর্ক করল বিজেপি৷ রবিবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ব্রিজভূষণকে জানিয়ে দেওয়া হয়েছে, বিনেশ ফোগাট, বজরং পুনিয়াকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনও প্রকার মন্তব্য করা যাবে না৷ অন্যথায় কড়া ব্যবস্থা নেবে দল৷
বিজেপির এই কড়া অবস্থানের মূলে আছে হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷ ইতিমধ্যেই বিনেশ ফোগাটকে হরিয়ানার জুলানা আসন থেকে প্রার্থী করেছে কংগ্রেস৷ এই আবহে ব্রিজভূষণ শরণ সিং যদি বিনেশের বিরুদ্ধে লাগাতার বিরুপ মন্তব্য করেন, তাহলে সেই মন্তব্যের জেরে হরিয়ানার নির্বাচনী লড়াইয়ে চাপে পড়তে পারে বিজেপি৷ এটা অনুমান করেই ব্রিজভূষণের উপরে রাশ টানা হয়েছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
উল্লেখ্য, এর আগে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে থাকা বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন দেশের সেরা মহিলা কুস্তিগীররা৷ এই আন্দোলনের মুখ ছিলেন বিনেশ ফোগাট এবং সাক্ষী মালিক৷ এই ঘটনার জেরেই এবার বিনেশকে আক্রমণ করছেন ব্রিজভূষণ৷ বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছে না হরিয়ানা ভোটের আগে এই আক্রমণ কংগ্রেসকে বাড়তি সুবিধে প্রদান করুক৷ সেই মর্মেই ব্রিজভূষণের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দলীয় সূত্রের দাবি৷
আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচে নামার আগে চমক মোহনবাগানের, দীর্ঘ চুক্তি বিশাল কাইথের সঙ্গে