দেশে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত! হাসপাতালে বিদেশ ফেরৎ যবুক

0
2

মাঙ্কিপক্সের আশঙ্কায় এক যুবককে আইসোলেশনে পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। খোঁজ চলছে অন্যান্য ব্যক্তিদের যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন। সেই সঙ্গে এখনই এই অসুখ নিয়ে আতঙ্কের কারণ নেই বলেও জানানো হয়েছে।

এবছর বিশ্বের বেশ কিছু দেশের মারণ মাঙ্কিপক্স থাবা বসিয়েছে। বাদ যায়নি প্রতিবেশী পাকিস্তানও। তবে যে সব দেশে এই অসুখ বেশি আকারে ছড়িয়েছে সেখানে চিকিৎসাজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছে হু। ২০২২ সালে মাঙ্কিপক্স বিশ্বের বেশ কিছু দেশে আতঙ্ক ছড়ানোর সময়ও এভাবেই সতর্কতা জারি করেছিল হু।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মাঙ্কিপক্স আক্রান্ত দেশ থেকে ফেরা এক যুবকের শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছে। তাঁকে সম্ভাব্য মাঙ্কিপক্স আক্রান্ত অনুমান করে সংশ্লিষ্ট রোগের চিকিৎসার উপযোগী হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগের ঝুঁকির দিকগুলিকে বিচার করেই এক্ষেত্রেও সঙ্গতিপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং অহেতুক উদ্বেগের প্রয়োজন নেই বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।