সদ্য রাজস্থান রয়্যালসের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর এরপই দ্রাবিড়কে কোচ পদে আনার জন্য উঠে পড়ে লাগে আইপিএল-এর বিভিন্ন দল। সূত্রের খবর, দ্রাবিড়কে কোচ করতে ব্ল্যাঙ্ক চেক অফার করেছিল একটি দল। যদিও তা ফিরিয়ে দেন দ্রাবিড়। তিনি ফিরে আসেন রাজস্থান রয়্যালসেই।
এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা রির্পোট অনুয়ায়ী, দ্রাবিড়ের জন্য একটি দল ব্ল্যাঙ্ক চেক নিয়ে উপস্থিত ছিল। সেই দল যথেষ্ট শক্তিশালী । তারা ভারতীয় দলের প্রাক্তন কোচকে যে কোনও মূল্যে পেতে চেয়েছিল। দ্রাবিড়ের আর্থিক চাহিদা এবং সব শর্ত পূরণের আশ্বাস দিয়েছিলেন সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ। কিন্তু দ্রাবিড় তা পাত্তা দেননি। তিনি বেছে নিয়েছেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিকেই। রাজস্থান কর্তৃপক্ষের আন্তরিকতাই দায়িত্ব নিতে আগ্রহী করেছে দ্রাবিড়কে। যদিও কোন ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল, তা প্রকাশ করা হয়নি।
টি-২০ বিশ্বকাপ জেতার পর একাধিক দলে দ্রাবিড়ের যুক্ত হওয়া নিয়ে জল্পনা ছিল। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর কেকেআর ছেড়ে যাওয়ার পর সেই পদে দ্রাবিড় কোচ ফিরতে পারেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু সব জল্পনা উড়ে যায়। রাজস্থানের কোচ হন তিনি।
আরও পড়ুন- আগুনে পুড়িয়ে মেরেছে প্রেমিক, রেবেকাকে বিশেষ সম্মান অলিম্পিক্স কমিটির