আসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল। যদিও প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের। জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। তবে দলে জায়গা হয়নি শ্রেয়স আইয়রের। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে । ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টে নামবে ভারতীয় দল।
বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই নামবে ভারত। রোহিত ছাড়াও ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জসওয়াল। রয়েছেন শুভমন গিল। দলে ফিরলেন বিরাট কোহলি। প্রথম টেস্টের যে দল ঘোষণা হয়েছে, তাতে নানা চমক। মনে করা হয়েছিল এই সিরিজেও বিশ্রাম দেওয়া হতে পারে তারকা পেসার যশপ্রীত বুমরহকে।
এক নজরে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদীপ, যশপ্রীত বুমরাহ, যশ দয়াল।
আরও পড়ুন- হার দিয়ে কলকাতা লিগের অভিযান শেষ করল মোহনবাগান